বিশ্বনাথে প্রবাসী’র কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২২, ৭:৫২:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : প্রবাসী লেখক মোহাম্মদ মনির আলী (ছুফি) রচিত ‘সবুজ বনের লীলাভূমি’ কবিতা বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। শনিবার বিকেলে বিশ^নাথের জাগরণ উচ্চ বিদ্যালয়ে এ মোড়ক উন্মেচন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর।
জাগরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমদ রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী মো. মিজানুর রহমান পাপ্পু, মো. হাসানুর রহমান টিপু।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য শরীফুল হক, অভিভাবক মো. আখতার হোসেন, বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হক, মো. হাসানুজ্জামান, মো. আব্দুস সাত্তার, মো. নুর নবী হক প্রধান প্রমুখ।