সিলেটে দিনব্যাপী উদ্যোক্তা মেলা
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২২, ৮:১৭:৩১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে শনিবার অনুষ্ঠিত হলো দিনব্যাপী উদ্যোক্তা মেলা। মেলায় ২৬টি স্টলে উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন করেন। শেভরন ও আইডিই বাংলাদেশের যৌথ উদ্যোগে দক্ষিণ সুরমার পিরোজপুর এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এ মেলা অনুষ্ঠিত হয়।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান বলেন, নিজে উদ্যোগ নিয়ে নিজের ভাগ্য উন্নয়ন করেছেন-এ রকম মানুষ এই মেলায় নিজের পণ্য নিয়ে এসেছেন। এসব উদ্যোক্তা নিজের সফলতার গল্প অন্যদের শোনাচ্ছেন। তাঁদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় ও ক্রেতা-বিক্রেতার সংযোগ স্থাপনের লক্ষ্যেই মেলার আয়োজন। মেলায় আসা সাধারণ মানুষও উৎসাহ পেয়ে নিজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবেন।
মেলায় স্টল নিয়ে আসা উদ্যোক্তরা তাঁদের কাজের শুরু ও বর্তমান সফলতার গল্প তুলে ধরেন। উদ্যোক্তাদের মধ্যে কেউ তথ্যপ্রযুক্তির প্রতিষ্ঠান করেছেন। কেউ পোশাক তৈরির প্রতিষ্ঠান করেছেন। আবার কেউ কৃষি, মৎস্য, গরু ও হাঁসের খামার করেছেন।
মেলায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোবারক হোসেন, জেলা কৃষি কর্মকর্তা ফারুক হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা শহীদুল ইসলাম, শেভরন বাংলাদেশের সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যবস্থাপক তুষারুজ্জামান খন্দকার, জালালাবাদ গ্যাস লিমিটেডের কর্মকর্তা শলীল বরণ দাস, আলিম ইন্ডাস্ট্রির পরিচালক আলীমুস সাদাত চৌধুরী প্রমুখ।
আয়োজকরা জানান, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় শেভরন ও আইডিই বাংলাদেশের আর্থিক সহযোগিতায় ১১০টি সমিতির মাধ্যমে ১ হাজার ১০০ জন উদ্যোক্তা বর্তমানে ব্যবসা করছেন।