কোম্পানীগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বাড়িঘর পরিদর্শন করেছেন জামায়াত নেতৃবৃন্দ
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২২, ১০:১৩:১৮ অপরাহ্ন
কোম্পানীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বাড়িঘর পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা (উত্তর) শাখার শাখার সেক্রেটারী ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।
শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লালিকান্দি গ্রামের আকবর আলী, বাচ্চু মিয়া, ছয়ফুল মিয়া, সেলিম মিয়া, লাল মিয়া ও রুফেজা বেগমসহ মোট ৬ জনের পুড়ে যাওয়া বাড়ি ঘর পরিদর্শন করেন জামায়াতনেতা আলাহাজ্ব জয়নাল আবেদীন ও স্থানীয় জামায়াত শিবির নেতৃবৃন্দ। এসময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের খোজঁখবর নিয়ে শান্তনা দেন ও সমবেদনা জ্ঞাপন করেন এবং তাৎক্ষনিক ভাবে কিছু পরিধেয় কাপড়, শীতবস্ত্র ও তৈজসপত্র উপহার প্রদান করেন।
উল্লেখ্য বিগত ২ ডিসেম্বর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে উপরোল্লেখিত ৬টি পরিবারের বসতগৃহ ও গোয়ালঘর পুড়ে ছারখার হয়ে যায়। এতে ধান, চাল, নগদ টাকা, আসবাবপত্রসহ প্রায় ১৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। বিজ্ঞপ্তি