মোগলগাঁও এর ব্যবসায়ী আব্দুল কুদ্দস আর নেই
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২২, ৬:৫৮:১৪ অপরাহ্ন
সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের চানপুর গ্রামের হাজিবাড়ির বাসিন্দা ব্যবসায়ী মো. আব্দুল কুদ্দুস ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …..রাজিউন)। তিনি শনিবার সকাল ৭টার দিকে নগরীর মজুমদারীস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৮ বছর। তিনি মৃত্যুর পূর্বে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ পুত্র, ৩ কন্যা, ভাইবোন, নাতি নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
শনিবার বাদজোহর চানপুর জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন জামেয়া রহমানিয়া তাহিদুল ইসলাম ফতেহপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামসুদ্দোহা। জানাযার পূর্বে আলোচনা করেন অধ্যক্ষ মাওলানা শামসুদ্দোহা, সৎপুর হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ মাওলানা রহমত উল্লাহ, মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন মিয়া ও মরহুমের বড় পুত্র দেলোয়ার হোসেন। জানাযা শেষে হাজি বাড়ীর উত্তরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়।
জানাযা ও দাফনে টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদ আহমদ, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জৈন উদ্দিন, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের বার্তা সংস্থার সংবাদ অনুবাদক ফোরামের সহ-সভাপতি সাংবাদিক মো. মুহিবুর রহমানসহ রাজনীতিক, ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণীপেশার লোকজন অংশ নেন। চানপুর গ্রামের মুরব্বী ও ব্যবসায়ী মো. আব্দুল কুদ্দুসের মৃত্যুতে মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন মিয়াসহ বিভিন্ন রাজনীতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান। বিজ্ঞপ্তি