শেখ মনির জন্মদিনে মহানগর যুবলীগের দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২২, ৭:০০:৩৮ অপরাহ্ন
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ শেখ ফজলুল হক মনির ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বাদ যোহর দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজারের মসজিদ প্রাঙ্গণে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগ নেতা ফয়সল আজাদ খান, ফারুক ইসলাম ফারুক, জহিরুল ইসলাম রিপন, রুপম আহমদ, মোসাদ্দেক নবী, নুর আলী, সাকারিয়া হোসেন সাকির, আজাদ উদ্দিন, নুরুজ্জামান, আবির হাসান রানা, আব্দুল কাদির ইমন, মাসুক মিয়া, এইচ আর সুমন, হিবজুর রহমান, রায়হান আহমদ, শরীফ আহমদ, সিজান খান, আব্দুল্লাহ জাহেদ, মোবারক হোসেন, সুমন চৌধুরী, মিন্নত আলী, তারেক আহমদ পাপ্পু, ইব্রাহিম আহমদ জেসি, মহানগর ছাত্রলীগ নেতা সুলতান আহমদ, দেবাশীষ দেব প্রমুখ। বিজ্ঞপ্তি