সাহিত্য সংস্কৃতি চর্চায় আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে : ডিআইজি
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২২, ৮:০৫:১৬ অপরাহ্ন
সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, শিল্প সাহিত্য ও শিল্প সংস্কৃতি চর্চায় আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। যারা আমাদের এই ঐতিহ্য ধরে রাখছেন তাদেরকে সাধুবাদ জানাচ্ছি।
তিনি শুক্রবার বেলা ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পোয়েটস ক্লাবের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পোয়েটস ক্লাব সিলেট জেলা মহানগর ও বিভাগীয় কমিটি আয়োজিত সিলেট বিভাগীয় সাহিত্য ও সাংস্কৃতিক মহাসম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এর আগে প্রধান অতিথি জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
সিলেট বিভাগীয় সভাপতি কবি ও সাংবাদিক হৃষীকেশ রায় শংকর, সিলেট মহানগর সভাপতি কবি ধ্রুব গৌতমের পৃথক পৃথক সভাপতিত্বে এবং সিলেট জেলা সম্পাদক কবি কামাল আহমদের উপস্থাপনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক বাংলা সাহিত্য কাব্য পরিষদের সভাপতি কবি নজরুল ইসলাম বাঙালি, সার্ক কালচারাল সোসাইটির নির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম মমতাজুল করিম, কুষ্টিয়ার দৈনিক বাংলাদেশ বার্তা সম্পাদক কবি আবদুর রশিদ চৌধুরী, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সিলেট জেলা সভাপতি কমরেড সিকন্দর আলী, বিশিষ্ট সাহিত্য গবেষক অধ্যাপক মিলন রায়, সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি এম এ হান্নান, রোটারিয়ান আশরাফ চৌধুরী প্রমুখ
অনুষ্ঠানে যোগদান করেন বাংলাদেশ পোয়েটস ক্লাব ঢাকা জেলা সাংস্কৃতিক সম্পাদক কবি মিয়া আসলাম প্রধান, ফেনী জেলা সহ সভাপতি কবি উত্তম দেবনাথ, চট্টগ্রাম জেলা সাংস্কৃতিক সম্পাদক আলাউদ্দিন কাওয়াল, কক্সবাজার জেলা সভাপতি কবি আবুল হোসেইন হেলালী, সাধারণ সম্পাদক কবি মোস্তাক মুসা, হবিগঞ্জ জেলা সভাপতি কবি নিলুপা ইসলাম নিলু, সুনামগঞ্জ জেলা সভাপতি কবি আব্দুল আজিজ চৌধুরী, গাজীপুর জেলা সম্পাদক কবি আমজাদ হোসেন, এ ছাড়া ময়মনসিংহ থেকে যোগদান করেন কবি বীর বাহাদুর। বিজ্ঞপ্তি