জগন্নাথপুরে ইসলাম উদ্দিন রনির ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২২, ৮:৪২:৫৮ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হাবিবনগর গ্রামের বাসিন্দা, ইসলাম কমপ্লেক্সের মালিক ইসলাম উদ্দিন রনি (৫২) আর নেই। তিনি গত শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। শনিবার রাত ৯ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
রোববার হাবিবনগর গ্রামের জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে দাফন করা হয়। এতে সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করেন। এদিকে-সবার পরিচিতজন ইসলাম উদ্দিন রনির অকাল মৃত্যুতে উপজেলাজুড়ে শোকের ছায়া বিরাজ করছে।