জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২২, ৯:০২:৫১ অপরাহ্ন
সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যা ৬টায় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক।
সভায় গত ৭ নভেম্বর অনুষ্ঠিত সিলেট জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা সফলভাবে আয়োজনের জন্য সকল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।
এদিকে সভায় মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগের পক্ষে থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে সকাল ৯টায় চৌহাট্টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং সকাল জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত কর্মসূচিতে জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের যথাসময়ে যথাস্থানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
এছাড়াও সিলেট জেলার আওতাধীন সাংগঠনিক সকল উপজেলা, ইউনিয়ন/পৌরসভা ও ওয়ার্ড সমূহে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি গ্রহণ ও যথাযত ভাবগাম্ভীর্যের মাধ্যমে পালনের উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি নির্দেশনা প্রদান করা হয়। সভায় বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল ২০২২ এ অংশগ্রহণ সংক্রান্ত সাংগঠনিক বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কার্যনির্বাহী কমিটির আজকের সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট শাহ ফরিদ আহমদ, এডভোকেট নিজাম উদ্দিন, ড. আহমদ আল কবির, এডভোকেট শাহ মোঃ মোসাহিদ আলী, নাজনীন হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, সাইফুল আলম রুহেল, এডভোকেট রনজিত সরকার, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, কোষাধ্যক্ষ শমসের জামাল, তথ্য ও গবেষণা সম্পাদক মো: মবশ্বির আলী, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, দফতর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট ছালেহ আহমদ হীরা, মহিলা বিষয়ক সম্পাদক বেগম সামসুন্নাহার মিনু, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তাকুর রহমান মফুর, মো: নিজাম উদ্দিন চেয়ারম্যান, আখলাকুর রহমান চৌধুরী সেলিম, সৈয়দ মিসবাহ উদ্দিন, আবদাল মিয়া, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা সাইফুল আলম, শাহিদুর রহমান শাহিন, আনহার মিয়া, আব্দুল বাছিত টুটুল, এম কে শাফি চৌধুরী এলিম, মোঃ আব্দুল বারী, আমাতোজ জোহরা রওশন জেবিন, মোঃ জাকির হোসেন, এডভোকেট আফসর আহমদ, এডভোকেট ফখরুল ইসলাম, এডভোকেট মনসুর রশীদ, জাহাঙ্গীর আলম প্রমুখ।