জামালগঞ্জে ‘শেখ হাসিনা উড়াল সেতু’র পরিকল্পনা সভা
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২২, ৮:৩৭:৫০ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ‘শেখ হাসিনা উড়াল সেতু’ বিষয়ক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সাচনা বাজার ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মাদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম নবী হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
বিশেষ অতিথি এলজিইডি উড়াল সেতুর প্রকল্প পরিচালক গোলাম মৌলা, সুনামগঞ্জের সহকারী প্রকৌশলী মো: আরিফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম, জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ দেব, জামালগঞ্জ উপজেলা প্রকৌশলী মো: আব্দুল মালেক মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মাস্টার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু।
প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, হাওরবাসীর স্বপ্নের নেত্রকোণা টু সুনামগঞ্জ শেখ হাসিনা উড়াল সেতুর কাজ অচিরেই উদ্বোধন করা হবে ইনশাল্লাহ। জামালগঞ্জ হতে জয়শ্রী হয়ে ধর্মপাশা পর্যন্ত উড়াল সেতুর প্রায় ২৭ কিলোমিটার। যা ‘শেখ হাসিনা উড়াল সেতু’ নামে খ্যাত। এখানে অনেক জনসাধারণ রয়েছেন যাদের বসতভিটা রাস্তার পার্শ¦বর্তী সেই সকল বসতি ভেঙ্গে ফেলতে হবে, তাদের ক্ষতিপুরণ দেওয়া হবে, সেতুতে ৩ হাজার ৪ শত ৯০ কোটি টাকা ব্যায় নির্মাণ হবে।