সিলেটে অনুশীলনে আহত মোসাদ্দেক
প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২২, ১২:৩৮:১৫ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার : সিলেটে আজ মঙ্গলবার মাঠে নামছে বাংলাদেশ ‘এ’ দল ও ভারতের ‘এ’ দল। চার দিনের এই ক্রিকেট ম্যাচ শুরুর আগের দিন অনুশীলনে নেমে আহত হয়েছেন মোসাদ্দেক হোসেন। ঊরুতে বলের আঘাত লাগায় তাকে হাসপাতালে যেতে হয়েছে। যদিও এটি তেমন গুরুতর কিছু নয় বলে জানিয়েছেন সংশ্লিস্টরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বেলা সাড়ে ১২ টার দিকে অনুশীলন চলার সময়ে বল পুল করতে গিয়ে একটি বল তার উরুতে সজোরে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে সেখান থেকে তাকে দ্রুত নেওয়া হয় হাসপাতালে।
হাসপাতাল সূত্র জানায়, অনুশীলন চলাকালে একটি বল ঊরুতে সজোরে আঘাত করলে মোসাদ্দেক হোসেন আহত হন। বেলা একটার দিকে তিনি আঘাত নিয়ে আল হারামাইন হাসপাতালে আসেন। হাসপাতালে তার ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং (এমআরআই) করা হয়। পরীক্ষার পর তিনি হাসপাতাল থেকে চলে যান।
বাংলাদেশ ‘এ’ দলের ম্যানেজার আবদুর রাজ্জাক বলেন, অনুশীলন করতে গিয়ে বলের আঘাতে আহত হয়েছেন মোসাদ্দেক। হাসপাতালে নিয়ে তাকে পরীক্ষা করানো হয়েছে। বর্তমানে রুমে চিকিৎসা চলছে।
তবে এই চোট এত গুরুতর নয় বলে জানিয়েছেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার মিডিয়া কর্মকর্তা ফরহাদ কোরেশী। তিনি বলেন, এটা এমন গুরুতর কিছু নয়, অনুশীলনের সময় অসাবধনতাবসত এ ঘটনা হয়েছে। বলের আঘাতে সাময়িক ব্যথা থাকলেও এসব সেরে যায় দ্রুতই। মোসাদ্দেক আজ খেলবেন বলেও তিনি জানান।