সিলেটে করোনায় ১ মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২২, ৯:১২:১৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু হয়েছে। তিনি সিলেট বিভাগের বাসিন্দা। এ সময় ২৬ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আগের দিন করোনায় কারও মৃত্যু হয়নি। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ২ হাজার ৭০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৯৬। আগের দিন এ হার ছিল শূন্য দশমিক ৬৮।
এ নিয়ে দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৬ হাজার ৬৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৩৫ জন। আর সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৬ হাজার ১৭৮ জন।