ভারতীয় চকলেটসহ আটক ৩
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২২, ৯:১৬:৫৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ভারতীয় চকলেটসহ নগরীতে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে জালালাবাদ থানার তেমুখী এলাকা থেকে কর ফাঁকি দিয়ে চোরাই পথে আনা এসব চকলেটসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- শরিয়তপুর জেলার নড়িয়া থানার নৈমুতারকান্দি গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে মো. রতন মিয়া (৩৫), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মিঠাপুর গ্রামের মুক্তার মিয়ার ছেলে শেবুল আহমদ (৩২) ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার তেঘরিয়া গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে শাকিব (২২)।
এসময় তাদের কাছ থেকে ৬ হাজার ৪৮ পিস ভারতীয় চকলেট উদ্ধার করে পুলিশ।
এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সুদীপ দাস জানান- রোববার দিবাগত রাত আড়াইটার দিকে নিজস্ব সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জালালাবাদ থানাপুলিশ তেমুখী এলাকায় অভিযান চালায়। এসময় স্থানীয় আব্দুস সালামের বাড়ি সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে এসব ভারতীয় চকলেট জব্দ করে। জব্দকৃত চকলেটের মধ্যে অর্ধেক ছিলো কাগজের বাক্সে এবং বাকি অর্ধেক রঙ্গিন পলিথিনে মোড়ানো ছিলো। এসবের আনুমানিক বাজার মূল্য সাড়ে ৬৭ হাজার টাকা। অভিযানকালে রতন, শেবুল ও শাকিব দৌঁড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের গ্রেফতার করে।
পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান- শনিবার (৪ ডিসেম্বর) এসব চকলেট ভারত থেকে জৈন্তাপুর থানার জাফলং সীমান্ত দিয়ে সরকারের শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসা হয়।