‘সর্বোচ্চ ভ্যাটদাতা’ পুরস্কার পাচ্ছে সিলেটের ১১ প্রতিষ্ঠান
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২২, ৯:২১:০২ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট : ভ্যাট প্রদানে উৎসাহ দিতে প্রতি বছর সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানকে পুরস্কার দিয়ে আসছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরই ধারাবহিকতায় ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী হিসেবে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে ১২৯ প্রতিষ্ঠানকে। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে জাতীয় পর্যায়ে তিন ক্যাটাগরিতে ৯টি ও জেলা পর্যায়ে তিন ক্যাটাগরিতে ১২০টি প্রতিষ্ঠান রয়েছে। এরমধ্যে আছে সিলেট বিভাগের ১১টি প্রতিষ্ঠান।
সম্প্রতি এনবিআরের দ্বিতীয় সচিব (মূসক-প্রশিক্ষণ ও পুরস্কার) মো. ফয়সাল বিন রহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে প্রতিষ্ঠানগুলোর নাম। ‘সর্বোচ্চ মূল্য সংযোজন কর পরিশোধকারী প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান নীতিমালা, ২০০৫ (সংশোধিত)’ অনুযায়ী এ পুরস্কার দেওয়া হচ্ছে। আগামী ১০ ডিসেম্বর জাতীয় মূসক দিবসের অনুষ্ঠানে এ পুরস্কার দেয়া হবে বলে এনবিআর সূত্রে জানা গেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে জাতীয় পর্যায়ে উৎপাদন, ব্যবসা ও সেবা খাতে সর্বোচ্চ মূল্য সংযোজন কর (মূসক) পরিশোধকারী ৯ প্রতিষ্ঠানকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। এর মধ্যে উৎপাদন খাতের ৩টি প্রতিষ্ঠান হলো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি লিমিটেড এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড।
ব্যবসায় খাতের ৩ প্রতিষ্ঠান হলো- ওয়ালটন প্লাজা, আগোরা লিমিটেড ও ইউনিমার্ট লিমিটেড।
সেবা খাতের তিন প্রতিষ্ঠান হলো- বিকাশ লিমিটেড, নগদ লিমিটেড এবং ইন্টারন্যাশনাল ফিন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড বা আইএফআইসি ব্যাংক।
নীতিমালা অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে জেলা পর্যায়ে উৎপাদন, ব্যবসা ও সেবা খাতে সর্বোচ্চ মূসক পরিশোধকারী হিসেবে ১২০ প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে পুরস্কারের জন্য।
এদিকে সিলেট বিভাগীয় ভ্যাট কমিশনারেটের অধীনস্থ ১১ প্রতিষ্ঠান হলো- সিলেট জেলার ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেড, ইফাত অ্যাসোসিয়েট, সিলেট ক্যাবল সিস্টেমস প্রাইভেট লিমিটেড, মৌলভীবাজার জেলার সুমা ফুড-১, এম বি ক্লথ স্টোর, স্বাদ অ্যান্ড কোং, সুনামগঞ্জ জেলার আকিজ প্লাস্টিকস লিমিটেড, মেসার্স পি কে ট্রেডিং এজেন্সি, পানসী রেস্টুরেন্ট, হবিগঞ্জ জেলার মেসার্স শরীফ ইলেকট্রনিকস, আল-আমিন ফুড ফেয়ার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।