আ’লীগ হুংকারে ভয় পায় না: মাধবপুরে বিমান প্রতিমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২২, ৯:২১:০৩ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : জঙ্গিদের সঙ্গে নিয়ে বিএনপি দেশে অরাজকতা তৈরি করতে চায় বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। তিনি বলেন, ১০ ডিসেম্বরকে কেন্দ্র করে বিএনপি যে হুংকার দিয়েছে, সেই হুংকারে আওয়ামীলীগ ভয় পায়না। দেশের পরাজিত শক্তি ও জঙ্গিদের সঙ্গে নিয়ে তারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। রাজপথে থেকে এই অপশক্তিকে মোকাবেলা করা হবে। বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ তাদের দেওয়া হবেনা।
সোমবার দুপুরে মাধবপুর উপজেলা আওয়ামীলীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রহম আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আতিকুর রহমান, সহসভাপতি জাহেদ খান, সাংগঠনিক সম্পাদক মাধব রায়, মুজাহিদ বিন ইসলাম, আওয়ামী লীগ নেতা শাহ মো. সেলিম, ছুরক মিয়া, আলমগীর হোসেন টিপু, শ্রীধাম দাশগুপ্ত, রফিকুল ইসলাম, মিজানুর রহমান, আব্দুর রশিদ মেম্বার, যুবলীগ সভাপতি ফারুক পাঠান, সাধারণ সম্পাদক আবুল কাসেম, রাসেল পারভেজ, ইকবাল পাঠান প্রমুখ।