মৃদু ভূমিকম্পে কাঁপল দেশ
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২২, ৯:২৪:৩৫ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : রাজধানী ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার সকাল ৯টা ২ মিনিটে এ কম্পন অনুভূত হয়। এ তথ্য নিশ্চিত করেছে আবহাওয়া অধিদফতর।
এদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তর ইউএসজিএস জানিয়েছে, এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ২।
আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা বলেন, ভূমিকম্পের কেন্দ্র ছিল বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম দিকে, ভারতের কাছাকাছি। মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ১। ভূমিকম্পের কেন্দ্র থেকে ঢাকার দূরত্ব ছিল ৫২৯ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং চট্টগ্রাম থেকে ৩৯৭ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।