জিন্দাবাজারে বিদ্যুতের খুঁটিতে তেলবাহী লরি’র ধাক্কা
প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২২, ৮:০৮:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরের জিন্দাবাজারে বিদ্যুতের খুঁটির সঙ্গে বিমানের তেলবাহী ট্যাংক লরি ধাক্কার ঘটনা ঘটেছে। এসময় পুরো এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। সোমবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। তবে ঘটনার পর গাড়ি নিয়ে পালিয়ে যায় চালক।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানের তেলবাহী ট্যাংক লরি (ঢাকা মেট্রো- ঢ- ৪১-০১৮৫) বেপরোয়া গতিতে এসে জিন্দাবাজার পয়েন্টস্থ ৪৪০০ বোল্ডের বিদ্যুৎ লাইন সঞ্চালিত খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এসময় খুুঁটিটি ভেঙে রাস্তা ও ফুটপাতে পড়ে যায়। এসময় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে জিন্দাবাজার পয়েন্টসহ আশপাশ এলাকা। খবর পেয়ে কোতোয়ালি থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তবে এর আগেই ট্যাংক লরি নিয়ে পালিয়ে যায় চালক।
পুলিশ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ বিভাগকে খবর দেওয়া হলে বিদ্যুৎ লাইন সঞ্চালিত খুঁটির মেরামত করে পুনরায় বিদ্যুৎ চালু হয়। পালিয়ে যাওয়া ট্যাংক লরির চালককে আটকের চেষ্টা চালানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।