সিলেটে টিলা কাটার দায়ে ৫ জনের কারাদণ্ড
প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২২, ৮:১৩:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে টিলা কাটার দায়ে ৫ জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার সদর উপজেলার হাওলাদার পাড়ার অজিতের টিলায় পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত বিলাল মিয়াকে ৩ মাস, বলরাম দাসকে ১ মাস, রবিন্দ দাসকে ১ মাস, জ্যোতির্ময় দাশকে ১ মাস ও জয়ন্ত দাসকে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বদরুল হুদা। অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক ও নমুনা সংগ্রহকারী রুবেল মিয়াসহ জালালাবাদ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।