বড়লেখায় সংবিধান সংরক্ষণ দিবস পালন
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২২, ৬:০৭:২২ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলা জাতীয় পার্টি মঙ্গলবার বিকেলে সংবিধান সংরক্ষণ দিবস পালন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে।
উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সাহাব উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবরুল হোসাইন রিয়াজের সঞ্চালনায় পৌরশহরের উত্তর চৌমুহনীতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি সুনাম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক সুলেমান আহমেদ, দপ্তর সম্পাদক জামাল আহমদ চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, পৌর জাতীয় পার্টির আহবায়ক মাসুদুর রহমান তাজ, প্রচার সম্পাদক হিফজুর রহমান জিলু, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ ।