প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্র মৈত্রীর রাজনৈতিক শিক্ষা কর্মশালা
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২২, ৬:১১:১৫ অপরাহ্ন
চলমান বাজারে কাগজের লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ ছাত্র মৈত্রী সিলেট জেলা কমিটি মঙ্গলবার ছয় দফা দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা ১১টায় অনুষ্ঠিত এই মানববন্ধনে ছাত্র মৈত্রী জেলা সভাপতি সালেহ আহমদের আহ্বানে সিলেটের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ এতে উপস্থিত হয়ে সমর্থন ব্যাক্ত করেন।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানের তৃতীয় পর্যায়ে অর্ধদিনব্যাপী রাজনৈতিক শিক্ষা কর্মশালা অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ মিলনায়তনে।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য কমরেড সিকান্দর আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্র মৈত্রী কেন্দ্রীয় সহ-সভাপতি মাসুদ রানা চৌধুরী, সিলেট জেলা যুব মৈত্রীর সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রুমেল, কবি ও সংগঠক রাহনামা শাব্বীর চৌধুরী, এসএফ ইংলিশ একাডেমির ডিরেক্টর ফখরুল খান, নারীমুক্তি সংসদ সিলেট জেলার সহ-সাধারণ সম্পাদক আকলিমা আক্তার প্রমূখ। প্রশিক্ষণ শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এছাড়াও সিলেট জেলা ছাত্র মৈত্রী নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন শিপা উরাং, বিজয় করিম, রিপন উরাং, মো. নজরুল ইসলাম, ইউসুফ শেখ, জাকারিয়া ইমন, রুমেল আহমদ, জুয়েল মিয়া, জুবেল আহমদ, এমএ রানা, রিপা উরাং, রুহেনা আক্তার, হালিমা আক্তার, তাছলিমা বেগম, রিয়ামনি প্রমূখ। বিজ্ঞপ্তি