বড়লেখায় রাজমিস্ত্রী হত্যা মামলার ৩ আসামী কারাগারে
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২২, ৭:৫৪:০২ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলার কেছরীগুল গ্রামের মৃত ছয়েফ উদ্দিনের ছেলে রাজমিস্ত্রী রুবেল আহমদ হত্যাকান্ডের ৮ মাস পর মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতে জামিন নিতে গিয়ে অবশেষে কারাগারে গেলেন সাবেক ইউপি মেম্বার শরফ উদ্দিন নবাব, তার ভাই আবু হোসেন ও সহযোগী মতিন আহমদ। উচ্চ আদালতের আগাম জামিনের মেয়াদের মধ্যে সোমবার মৌলভীবাজার সেশন জজ আদালতে হাজির হলে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীর আসামীদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
বাদীপক্ষের নিয়োজিত আইনজীবি অ্যাডভোকেট কামরেল আহমদ চৌধুরী ও অ্যাডভোকেট শওকতুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, চলিত বছরের ৮ এপ্রিল জুম’আর নামাজের পর কেছরীগুল জামে মসজিদে ইমাম নিয়ে আসামী শরফ উদ্দিন নবাব ও গ্রামের মুরব্বি জামাল উদ্দিনের ঝগড়া-বিবাদের একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। আছরের নামাজের পর সাবেক ইউপি মেম্বার শরফ উদ্দিন নবাব, তার ভাই ইউপি মেম্বার সাবুল আহমদ (পলাতক), আবু হোসেন, সাইফুল ইসলাম, দুলাল হোসেন, শরফ উদিন নবারের ছেলে ইমন আহমদ, সালমান আহমদ প্রমুখ জামাল উদ্দিনের গোষ্ঠীর লোকজনের ওপর হামলা চালায়। এসময় রাজমিস্ত্রীর কাজ শেষে বাড়ি ফেরার পথে রুবেল আহমদকে আসামীরা রড দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহতের ছোটভাই ফয়ছল আহমদ ইউপি মেম্বার সাবুল আহমদকে প্রধান আসামী করে ১৫ জনের নাম উল্লেখ ও আরো ১৫-১৬ জনকে অজ্ঞাত আসামী করে থানায় হত্যা মামলা করেন।
এই নির্মম হত্যাকান্ড মামলার বাদী নিহত রুবেল আহমদের ছোটভাই ফয়সল আহমদ অভিযোগ করেন, আদালত থেকে জামিন নিয়েই আসামীরা বিদেশে পালিয়ে যাচ্ছে। এতে তারা ন্যায় বিচার প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়ার শঙ্কায় ভোগছেন। ঘটনার পরই থানায় অবহিত ও পরে মামলা দেওয়ার পরও প্রধান আসামী সাবুল আহমদ নির্বিঘেœ বিদেশে পালিয়ে গেল। আসামী সাইফুল ইসলাম বিদেশে পালিয়ে যাওয়ার সময় জিয়া আর্ন্তজাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে বড়লেখা থানায় খবর দেয়। পরে আদালত তাকে কারাগারে পাঠান। কিন্ত এরপর উচ্চ আদালতের জামিন নিয়ে একে একে দুলাল হোসেন, সালমান আহমদ, তোফায়েল আহমদ বিদেশে পালিয়ে গেছে। সোমবার জামিন না-মঞ্জুর হওয়া কারাগারে থাকা আসামীরাও জামিন নিয়ে বিদেশে পালানোর আশংকা করছেন তিনি। তিনি প্রশ্ন রাখেন পলাতক আসামীরা কিভাবে বিমানবন্দরে ইমিগ্রেশন সম্পন্ন করে।