নদওয়াতুল হুফ্ফাজ ফাউন্ডেশনের হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২২, ৭:৫৯:২৯ অপরাহ্ন
নদওয়াতুল হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার সিলেট জেলা অডিশন মঙ্গলবার সিলেট জেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা তালীমুত তাহফিজ ইন্টারন্যাশনাল সিলেট এর প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আশরাফুল ইসলাম (তহুর) এর সভাপতিত্বে ১ম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
ফাউন্ডেশনের সিলেট জেলা প্রতিনিধি হাফেজ কারী রফিকুল ইসলাম নাঈম এর পরিচালনায় ২য় অধিবেশনে সভাপতিত্ব করেন তালীমুত তাহফিজ ইন্টারন্যাশনাল সিলেট এর সভাপতি আব্দুল মছব্বির।
২য় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন এডভোকেট মাওলানা মুফতি আব্দুর রহমান চৌধুরী, বাংলাদেশ বেতার সিলেট এর বিভাগীয় প্রধান ক্বারী মুহাম্মদ ইসহাক, হাফিজ মাওলানা আব্দুল হাই।
নদওয়াতুল হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশের প্রথমবারের মত আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেট জেলা থেকে ২৫০ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন। এতে ৩০ জন প্রতিযোগী বিজয়ী হয়। এর মধ্যে ১৫ জন জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য ইয়েস কার্ড লাভ করে। পরে অডিশনে বিজয়ী হাফিজদের মধ্যে পুরষ্কার বিতরন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি