ওসমানীনগরে শিক্ষকের বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২২, ৮:০১:৫৪ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরের শিরোপা কোচিং সেন্টারের সহকারী পরিচালক শিক্ষক মোঃ মিজানুল ইসলাম পিন’র প্রফেশনাল ভিসায় স্বপরিবারে যুক্তরাজ্য গমন উপলক্ষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার তাজপুর বাজারস্থ প্রতিষ্ঠানের হল রুমে শিক্ষক নেছার আহমদ এর সভাপতিত্বে বিদায় সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দয়ামীর ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুর রহিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাজপুর ডিগ্রী কলেজের প্রদর্শক মো: শহীদুল্লাহ, কবি ফারুক ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের শিক্ষক অর্পন পাল, শিক্ষার্থী মৌসুমি দেব, মিছলু মিয়া, উজ্জ্বল দেব প্রমূখ।