সদরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর দিয়েছে জামায়াত
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২২, ৮:১১:০৯ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ধারাবাহিক পুনর্বাসন কার্যক্রমের আওতায় সিলেট সদর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারকে নির্মাণ করে দেয়া ঘর আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের মৌলভীরগাঁও গ্রামের মো. গিয়াস উদ্দিনকে জামায়াত নির্মিত ঘর আনুষ্ঠানিক ভাবে হস্তান্তরকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা উত্তর শাখার সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন।
উপজেলা জামায়াতের নব নির্বাচিত আমীর নাজির উদ্দিন আহমদের সভাপতিত্বে হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সুলতান খান, মোগলগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য মো. আখতারুজ্জামান, জামায়াতনেতা শামিম আহমদ, মাওলানা আব্দুল মুকিত, সিরাজুল ইসলাম, যুবনেতা জঈন উদ্দিন, শোয়াইবুর রহমান প্রমূখ। বিজ্ঞপ্তি