সিলেটে করোনায় বৃদ্ধার মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২২, ৮:৪৯:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে করোনায় আরো ১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে সিলেট বিভাগে মোট মারা গেছেন ১ হাজার ২৬৮ জন। বুধবার সন্ধ্যায় এ তথ্যটি নিশ্চিত করেছেন শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসক (আর.এম.ও) ডা. মিজানুর রহমান।
তিনি জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ৭০ বছর বয়সী ওই বৃদ্ধা দক্ষিণ সুরমা উপজেলার বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যুর পাশাপাশি করোনায় আক্রান্ত হয়েছেন ৬ জন। এর মধ্যে সিলেট জেলার ২ এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৪ জনের শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়েছে। এনিয়ে সিলেট বিভাগে মোট করোনা শনাক্তের সংখ্যা ৬৮ হাজার ২২৮ জনে দাঁড়িয়েছে।