মোগলাবাজারে ঘর দিলো জামায়াতে ইসলামী
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২২, ৯:৪০:২৩ অপরাহ্ন
বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধারাবাহিক পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে দক্ষিণ সুরমায় ক্ষতিগ্রস্থ পরিবারকে নির্মাণ করে দেয়া ঘর আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়েছে।
বুধবার উপজেলার মোগলাবাজার ইউনিয়নের জাহানপুর গ্রামে নির্মিত ঘরটি আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন জামায়াতে ইসলামী সিলেট জেলা দক্ষিণের আমীর অধ্যাপক আবদুল হান্নান।
এ সময় উপস্থিত ছিলেন নায়েবে আমীর ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলা লোকমান আহমদসহ জেলা ও থানার শাখার নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি