জকিগঞ্জে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২২, ৮:১৮:৩৩ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জ উপজেলার বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১২জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা বৃহস্পতিবার বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়েদ আহমেদের সভাপত্বিতে ও শিক্ষক খালেদ খানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দীন আহমদ।
বক্তব্য রাখেন বারহাল ইউপির চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, সাংবাদিক এখলাছুর রহমান, মাষ্টার নিজাম উদ্দিন, তাজুল ইসলাম চৌধুরী স্বপন, আব্দুল হক লনি, সুলতান আহমদ চৌধুরী, বোরহান উদ্দিন ও আব্দুল্লাহ আল রাজু। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সুমাইয়া জান্নাত,
ফারিয়া জান্নাত, সুনিয়া বেগম ও ইমন আহমদ প্রমুখ। পরে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদেরকে বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।