ভারতীয় শটগানের গুলি’র চালান কার
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২২, ৮:৩৭:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে যাত্রাবাহী বাস থেকে শটগানের গুলি’র চালান উদ্ধার করা হয়েছে। এসব গুলি’র মোড়কে লেখা ‘মেড ইন ইন্ডিয়া’। এ ঘটনায় বাস চালক, হেলপারসহ ৭ জনকে আটক করা হলেও পরে জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্টতা না পাওয়ায় তাদেরকে ছেড়ে দেয়া হয়।
এদিকে উদ্ধার হওয়া ‘মালিকহীন’ ভারতীয় গুলি’র চালানটি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। গুলিগুলো কার, কে বা কারা গাড়িতে রেখে ছিলো? তবে পুলিশ বলছে, গুলি’র মালিককে খুঁজে বের করতে কাজ চলছে।
পুলিশ জানায়, গুলি উদ্ধারের ঘটনায় বিভিন্ন এলাকার সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে পুলিশ। আটক ৭ জনকে জিজ্ঞাসাবাদ করে গুলি মালিক কিংবা দাবিদার কাউকে শনাক্ত করা যায়নি। ৭ জনের নাম-ঠিকানা সংগ্রহ করে অপরাধের কোনো রেকর্ড পাওয়া যায়নি। এ জন্য পরে তাদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় রাতেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পুলিশ। গুলি পরিবহনে ব্যবহৃত বাসটি জব্দ দেখিয়ে থানায় রাখা হয়েছে।
এর আগে বুধবার দুপুর ১২টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং থেকে সিলেটগামী যাত্রীবাহী বাস (সিলেট-ব-১১-০১৪১) শহরতলীর বটেশ্বর এলাকায় আটকে তল্লাশি চালিয়েছিল পুলিশ। তল্লাশিকালে একটি ব্যাগে ১০৫টি শটগানের গুলি পায় পুলিশ। গুলি উদ্ধারের ঘটনায় বাসসহ চালক, সহকারী ও ৫ যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় পুলিশ।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আনিসুর রহমান দৈনিক জালালাবাদকে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আটক ৭ জনকে বুধবার রাত ১০টার দিকে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের কেউই গুলিগুলো পরিবহনের সঙ্গে জড়িত বলে প্রমাণ পাওয়া যায়নি।
ওসি বলেন, গুলিগুলোর মালিককে পাওয়া যায়নি। গুলিগুলো কে বা কারা সিলেটে নিয়ে এসেছে, কেন আনা হয়েছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিলো- এসব বিষয়ে তদন্ত করছে পুলিশ।