সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে রোকেয়া দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২২, ৬:১৬:০৩ অপরাহ্ন
বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদি বেগম রোকেয়ার জন্মদিন ও মৃত্যুদিবসে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পালিত হলো বেগম রোকেয়া দিবস।
এ উপলক্ষে শুক্রবার প্রশাসন ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয় এবং সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। শোভাযাত্রাটির নেতৃত্ব দেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা। শোভাযাত্রায় নারী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্রীরাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। পরবর্তীতে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্স অনুষদ ভবনের সম্মেলনকক্ষে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. এম.এম মাহবুবুল আলমের সঞ্চালনায় এবং পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মোঃ মোস্তফা সামছুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মুহাম্মদ মেহেদী হাসান খান, রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম শোয়েব, প্রক্টর প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম সোহাগ, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. শরীফুন্নেসা মুনমুন, যৌন নিপীড়ণ প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর ড. আঞ্জুমান আরা, সার্জারি ও থেরিওজেনোলোজি বিভাগের প্রফেসর ড. নাসরীন সুলতানা লাকি, বাংলাদেশ ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আশিকুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি