বিশ্বনাথে সানশাইন একাডেমিতে প্রবাসী সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২২, ৬:২৯:৪০ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি :
বিশ্বনাথে শিমুলতলাস্থ সানশাইন মডেল একাডেমিতে যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী মোহাম্মদ আব্দুর রউফকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সংবর্ধনা সভা বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রিন্সিপাল মাওলানা মো. জাকারিয়া’র সভাপতিত্বে ও এনামুল হকের সঞ্চালনায় ৪র্থ শ্রেণীর ছাত্র মো. আব্দুল আলিমের কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওয়ান পাউন্ড হসপিটালের লাইফ মেম্বার মোহাম্মদ আব্দুর রউফ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল তোফাজ্জল খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট শিমুলতলা শাখার সভাপতি মো. সিরাজ খাঁন, প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যন রকিব আহমদ, ম্যানেজিং কমিটি সদস্য ক্বারী রমজান আলী, কাউছার আহমদ, অভিভাবক মো. তাজ উদ্দিন। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকাবৃন্দ, ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শুরুতে গজল পরিবেশন করেন বিদ্যালয়ের ছাত্রী হাবিবা ইসলাম রিয়া, বক্তব্য রাখেন তাসলিমা বেগম।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে ওয়ান পাউন্ড হসপিটালের লাইফ মেম্বার, যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আব্দুর রউফকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।