কোম্পানীগঞ্জে দুর্নীতি বিরোধী দিবস পালন
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২২, ৭:১১:৫১ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ প্রতিপাদ্যে কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন, মানববন্ধন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা থানা সদর পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধন পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম (ঠান্ডা স্যার)।
শিক্ষক মিজানুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং। মানববন্ধনে বক্তব্য দেন উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফয়জুর রহমান মাস্টার, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা স্কাউটস সম্পাদক আমিনুর রহমান জসিম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি সুনীল সিংহ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য রবীন্দ্র কুমার সিংহ, এমাদ উদ্দিন, মোঃ ছদরুদ্দিন, কোম্পানীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, শিক্ষক হোসাইন আহমদ, উপজেলা বিআরডিবির ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন আরিফ, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সভাপতি মোঃ হেলাল আহমদ ও সাধারণ সম্পাদক মারজান আহমদ প্রমুখ।
এর আগে সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলনের পর বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার।