সিলেটে বিএনপিসহ বিরোধী নেতাকর্মী’র তালিকা করছে পুলিশ
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২২, ১১:০০:০৪ অপরাহ্ন
# কার নামে কতো মামলা # কোথায় থাকেন, মোবাইল নম্বর, ফেসবুক এক্টিভিটি
স্টাফ রিপোর্টার : সিলেটে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের নেতা ও গুরুত্বপূর্ণ কর্মীদের তালিকা তৈরি করছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড সম্পর্কে আগাম তথ্য সংগ্রহ করা হচ্ছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) প্রতিটি থানা ও পাড়া-মহল্লাভিত্তিক নেতা-কর্মীর নাম-ঠিকানা; বিভিন্ন কমিটিতে পদ-পদবী ও মোবাইল নম্বর সংগ্রহ করে তালিকা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, বিশেষ করে মহানগরে সবকটি এলাকায় বিএনপি নেতাদের তালিকায় বিস্তারিত বর্ণনা করা হয়েছে। অনেক নেতাকর্মীর সুনির্দিষ্ট ঠিকানা পায়নি পুলিশ। অনেকেই হামলা ও মামলার শিকার হয়ে দীর্ঘদিন ধরে এলাকাছাড়া। এদের তথ্য সংগ্রহের জন্য স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এবং সরকারদলীর নেতাদের সহযোগিতা নিচ্ছে পুলিশ। তালিকায় বিএনপি’র এলাকাভিত্তিক কয়টি গ্রুপ রয়েছে তা উল্লেখ করা ছাড়াও কোন নেতা-সদস্যরা কোন গ্রুপের সঙ্গে লিয়াজোঁ করে থাকে তার বিস্তারিত বর্ণনাও করা হচ্ছে। এ তালিকা থেকে বাদ যাচ্ছেন না বিএনপির অঙ্গ সংগঠন মহিলা দলের নেতাকর্মীরাও। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই তালিকা করা হচ্ছে।
পুলিশ সূত্র বলছে, সরকারবিরোধী আন্দোলনের নামে কেউ যাতে নাশকতা চালাতে না পারেন, আবার নাশকতার কোনো ঘটনা ঘটলে যাতে সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা নেওয়া যায়, সে জন্যই এই তালিকা করা হচ্ছে। তবে বিএনপিসহ সরকারবিরোধী দলের নেতারা মনে করছেন, বিরোধী দলকে দমনপীড়ন, নেতা-কর্মীদের ধরপাকড় এবং মামলার আসামি করার জন্য নির্বাচনের আগে এই তালিকা করা হচ্ছে।
এসএমপির একাধিক দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন রাজনৈতিক দলের থানা, ওয়ার্ড ও মহানগর পর্যায়ের বিভিন্ন কমিটির সদস্য এবং পাড়া-মহল্লা পর্যায় পর্যন্ত গুরুত্বপূর্ণ নেতা-কর্মীদের বিষয়ে তথ্য সংগ্রহ করে তালিকা করা হচ্ছে। বড় দল হিসেবে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নামের তালিকা তৈরিতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড সম্পর্কে আগাম তথ্য সংগ্রহ করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে মাঠপর্যায়ের পুলিশের এক কর্মকর্তা বলেন, ২০১৮ সালের নির্বাচনের আগে বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে অনেক মামলা হয়। কোনো কোনো মামলায় মৃত ব্যক্তি এবং বিদেশে রয়েছেন এমন নেতা-কর্মীদেরও আসামি করা হয়েছিল। এ নিয়ে তখন অনেক সমালোচনা ও প্রশ্নের মুখে পড়েছিল পুলিশ। থানায় যদি নেতা-কর্মীদের পদ-পদবীসহ হালনাগাদ তথ্য এবং মোবাইল নম্বর তথ্য থাকে, তাহলে সামনে এ ধরনের ভুল এড়ানো যাবে। এমনিতে প্রতিটি থানায় রাজনৈতিক দলগুলোর সংশ্লিষ্ট এলাকার নেতা-কর্মীদের তালিকা রয়েছে। নির্বাচন সামনে রেখে সেই তালিকা হালনাগাদ করা হচ্ছে।
এই বিষয়ে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী দৈনিক জালালাবাদকে বলেন, সরকার আন্দোলনকে ভয় পায়। দমন-পীড়নের অংশ হিসেবে সরকারের পক্ষে এই তালিকা তৈরির কাজটি করছে পুলিশ। যাতে গণআন্দোলন গড়ে না ওঠে। এই সরকারকে ক্ষমতায় রাখতে যদি পুলিশ এমন তালিকা করে থাকে, তাহলে তাদের প্রতি জনগণের আস্থাহীনতা আরো বাড়বে।
এ বিষয়ে জানতে চাইলে সিলেট মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত কমিশনার সুদীপ দাস দৈনিক জালালাবাদকে বলেন, এমন নির্দেশনার তথ্য আমি পাইনি। এগুলো খুব সেনসিটিভ ইস্যু। এ ব্যাপারে কথা বলতে হলে আগামীকাল (আজ) বলবো।