সরকারকে পদত্যাগ করাতে এসে নিজেরাই পদত্যাগ করছে: তথ্যমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২২, ৮:৩২:২১ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : বিএনপি সরকারের পদত্যাগ দাবি করতে এসে নিজেরাই পদত্যাগ করছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপি দাবি করেছিল ১০ ডিসেম্বর সরকারের পতন ও পদত্যাগ। অথচ দেখা যাচ্ছে তারাই পদত্যাগ করছে।
এখন বিএনপির ৭ জন সংসদ সদস্য নিজেরাই পদত্যাগের ঘোষণা দিয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এতে প্রমাণিত হয় তারা আসলে গণতান্ত্রিক ব্যবস্থা ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চায়। এ পদত্যাগে সংসদ কিংবা সরকারের কোনো ক্ষতি হবে না। রোববার দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শনিবার মানুষ শঙ্কার মধ্যে ছিল তারা আবার অগ্নি সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে সরব উপস্থিতির কারণে তারা যেভাবে করতে চেয়েছিল সেভাবে করতে পারেনি। অর্থাৎ সন্ত্রাস, নৈরাজ্য যেভাবে করতে চেয়েছিল সেভাবে করতে পারেনি। এরপর তারা বিভিন্ন জায়গায় ভাঙচুর করেছে, সাধারণ মানুষের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে এবং মোটরসাইকেলে আগুন দিয়েছে। যে দল অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য লালন করে তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারেনি।
২৪ ডিসেম্বর সারা দেশে বিএনপির গণ মিছিলের ডাক নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২৪ ডিসেম্বর গণমিছিল ডাকা দুরভিসন্ধিমূলক। ওদিন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল। সেদিন সারা দেশে সমাবেশ ডাকা এটি দুরভিসন্ধিমূলক।