সুরমায় হাঁটুপানি
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২২, ১০:৫৩:২৪ অপরাহ্ন
কবিতায় আছে, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটুজল থাকে।’ অবশ্য এটা কোন ছোট নদী নয়, কিংবা এখন বৈশাখ মাসও নয়। খরস্রোতা পাহাড়ি নদী সুরমা এই অগ্রহায়ণ মাসে অনেক খানিই শুকিয়ে যায়, চর সৃষ্টি হয় বিভিন্ন স্থানে।
পূর্ণ শুস্ক মওসুমে সুরমার অনেক স্থানে হাঁটুপানিও থাকে, অনেকে হেঁটে পার হতে পারেন এই নদী। ছবিতে জনৈক ব্যক্তিকে হেঁটে নদীর অনেক ভেতরে যেতে দেখা যাচ্ছে। পলি জমে নদী ভরাট হওয়ায় সৃষ্টি হয়েছে এমন অবস্থা। ছবি : জালালাবাদ