সিলেটে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপিত
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২২, ৮:৩০:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে বর্ণাঢ্য আয়োজনে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২’ উদযাপিত হয়েছে। ‘প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সোমবার নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে সিলেটে দিবসটি পালন হয়।
সকাল ৯টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের গিয়ে শেষ হয়।
এরপর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ বলেছেন, বাংলাদেশ তথ্য প্রযুক্তির দিক দিয়ে বিশ্বে এখন অত্যন্ত দৃঢ় অবস্থানে রয়েছে। তবে দেশের সবাইকে তথ্য প্রযুক্তির সঙ্গে সংযুক্ত করতে হবে, যাতে কেউ এর সুফল থেকে বঞ্চিত না হয়।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহ। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ এস এম কাশেম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌছিফ আহমদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নিবাস রঞ্জন দাশ। সহকারী কমিশনার জসিম উদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আঞ্চলিক পরিচালক আব্দুল হান্নান চৌধুরী, জেলা প্রোগ্রামার মো বশির উদ্দিন, উদ্যোক্তা হেলাল আহমদ ও নাজিউর রহমান খান।