জটিল রোগে আক্রান্ত জাহেরার চিকিৎসায় সাহায্যের আবেদন
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২২, ৫:৫৭:৫৬ অপরাহ্ন
দক্ষিণ সুরমার সিরাজ উদ্দিন আহমদ একাডেমির দশম শ্রেণীর ছাত্রী ছামিয়া আক্তার জাহেরা জটিল রোগে (লিউকেমিয়া) আক্রান্ত হয়েছে।
দক্ষিন সুরমা উপজেলার দক্ষিণ কুশিঘাট গ্রামের মৃত মাসুক মিয়ার মেয়ে জাহেরা। দুই ভাই এক বোনের মধ্যে সে সবার ছোট। সম্প্রতি তার শরীরে জটিল ব্যাধি ‘অ্যাপ্লাস্টিক এনিমিয়া’ দেখা দিলে দরিদ্র ওই পরিবারের লোকজনের জীবনে অন্ধকার নেমে আসে। এত বড় রোগের চিকিৎসা করানোর সাধ্য তাদের নেই। ইতোমধ্যে মেয়ের চিকিৎসা করানো বাবদ বিপুল অংকের টাকা তাদের খরচ হয়েছে। এখন তাদের আর চিকিৎসা চালিয়ে যাওয়ার সাধ্য নেই। চিকিৎসকগণ জাহেরার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরামর্শ দিয়েছেন। এতে খরচ হবে ২০ থেকে ২৫ লক্ষ টাকা। পরিবারের উপার্জনক্ষম সিএনজি চালক বড় ভাই ইব্রাহিম আহমদ রুবেল একমাত্র বোনকে বাচাঁতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। ইতিমধ্যে জাহেরার শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা জায়গায় সাহায্যের আবেদন জানানো হয়েছে। জাহেরার পরিবার সমাজের বিত্তবান, হৃদয়বান ও বিবেকবান মানুষের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন।
মেধাবী শিক্ষার্থী জাহেরার চিকিৎসা সহযোগিতায় টাকা পাঠানো যাবে একাউন্ট নম্বর-৫৬২৬৭০১০১৬০৩৮ সোনালী ব্যাংক, পুলেরমুখ শাখা, সিলেট। বিকাশ নাম্বার-০১৭৭৬২১১৭৫৯। বিজ্ঞপ্তি