স্বাধীনতার ৫১ বছর পর চিহ্নিত হলো পূর্নানগর গণকবর
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২২, ৮:২৮:১১ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাটে স্বাধীনতার ৫১ বছরের মাথায় স্বীকৃতি পেলো পূর্নানগর গণকবর। আজ শহীদ বুদ্ধিজীবী দিবসে প্রথম শ্রদ্ধাঞ্জলী দেয়া হবে এই গণকবরে।
গোয়াইন নদীর পূর্বপারে পূর্নানগর প্রামের আব্দুল মতলিবের বাড়ির পশ্চিমে সংঘটিত হয় স্বাধীনতাকামী মাুনুষের উপর হানাদার বাহিনীর হত্যাযজ্ঞ। মুক্তিযোদ্ধা কমান্ড ও এলাকার লোকজনের গণকবর চিহ্নিত করার দাবী ছিল দীর্ঘদিনের। সংবাদমাধ্যমেও এ নিয়ে অনেক প্রতিবেদন ছাপা হয়।
ইউএনও তাহমিলুর রহমান আশ্বাস দিয়েছিলেন গত ২৬ মার্চেই এই গণকবরে শ্রদ্ধাঞ্জলী প্রদানসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। অবশেষে তারই প্রচেষ্টায় নির্মিত হচ্ছে শহীদদের স্মৃতিস্তম্ভ। আজ শহীদ বুদ্ধিজীবী দিবসে অন্যান্য গণ কবরের সাথে পূর্নানগর গণকবরে শায়িত শহীদদের প্রতি পুষ্পিত বিনম্র শ্রদ্ধা প্রদান করা হবে সরকারীভাবে। চলছে শহীদদের স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ। এলাকার প্রায় হাজরো মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার, সুশীল সমাজের দীর্ঘ দিনের স্বপ্ন বাস্তবায়িত হলো।