ছাত্রদল নেতা রাজন রিমান্ডে
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২২, ৯:০১:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনকে ১ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল মোমেনের আদালতে তাকে হাজির করে পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করে। পরে শুনানি শেষে বিচারক ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজনের আইনজীবী মো. সুহেল আহমদ।
এর আগে ৮ ডিসেম্বর মহানগরের সুরমা মার্কেট এলাকা থেকে ছাত্রদল নেতা রাজনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, গত ৬ নভেম্বর রাতে সিলেট জেলা বিএনপি নেতা আ ফ ম কামাল খুনের ঘটনায় এমএজি ওসমানী মেডিকেলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি-ছাত্রদলের নেতা-কর্মীরা। মিছিলটি রিকাবীবাজার এলাকায় আওয়ামী লীগের টানানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসংবলিত ব্যানার-ফেস্টুন ভাঙচুর করেন। এ ঘটনায় পরবর্তীতে মামলা দায়ের করে আওয়ামী লীগ। এ মামলায় ছাত্রদল নেতা রাজনকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। তবে গ্রেফতারের দিন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন- ২০১৮ সালের জ্বালাও-পোড়াওয়ের একটি মামলায় আলী আকবর রাজনের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিলো। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়।