শাহী ঈদগাহে গভীর রাতে আগুন
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২২, ৯:০২:২৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : গভীর রাতে নগরীর একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য রক্ষা পেল বসবাসকারীরা। সোমবার রাত আড়াইটার দিকে শাহী ঈদগাহ এলাকার ৩৮ বি ধান সিড়ি নাজিব হাউসে অগ্নিকা-ের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বাসার ভাড়াটিয়া ব্যবসায়ি মো. মিটু আহমেদ জানান, বাসার ফ্রিজের কমপেশার থেকে আগুন লাগছে বলে বাসার বসবাসকারীরা জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ফ্রিজটি পুড়ে যায়।