হোটেল থেকে আটক নারী-পুরুষ কারাগারে
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২২, ৯:০৩:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরের আবাসিক হোটেল-মোটেল নিয়ে দৈনিক জালালাবাদে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে পুলিশ। অভিযান চালিয়ে নারীসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালত প্রেরণ করা হয়। পরে বিচারক দু’জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ হযরত আলী (৩০) ও মোছাঃ মাসুমা (৪০)। বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানা পুলিশের ওসি (তদন্ত) সুমন কুমার চৌধুরী।
পুলিশ জানায়, দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরস্থ সূর্য আবাসিক হোটেলে অভিযান চালায় পুলিশ। এ সময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে তাদের গ্রেফতার করা হয়।