নগরে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২২, ৯:০৪:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে ১৯৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৩টায় আলিয়া মাদ্রাসা মাঠের পশ্চিম পাশে মহানগর হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. রুবেল আহমদ (২৮) নগরের ঘাসিটুলাস্থ সবুজ সেনা ব্লক-এ ১৩২/০১-এর মৃত আব্দুল ফাত্তাহের ছেলে।
পুলিশ জানায়, রুবেল জকিগঞ্জ সীমান্ত থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে নগরের বিভিন্ন এলাকার মাদকসেবীদের নিকট পাইকারী ও খুচরা দরে বিক্রি করতো। এ ঘটনায় ধৃত ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।