নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে বুদ্ধিজীবী দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২২, ৬:৩০:২৪ অপরাহ্ন
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ র্যালি, শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। স্বাধীনতার অন্তিম লগ্নে শহীদ হওয়া দেশের বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে বুধবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মোঃ শাহজাদা আল সাদিক, আইন ও বিচার বিভাগের প্রধান ড. মোঃ নাহিদুল ইসলাম, ইংরেজি বিভাগের প্রধান মোঃ শামসুল কবীর, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান রেবেকা সুলতানা চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
এছাড়াও বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব নিয়ে বক্তব্য প্রদান করেন রেজিস্ট্রার মোঃ শাহজাদা আল সাদিক, সহকারী অধ্যাপক মোঃ শামসুল কবীর ও আল মেহদী সাদাত চৌধুরী এবং প্রভাষক বুশরা জন্নাত। অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য প্রদান করেন আয়োজক কমিটির আহবায়ক ড.মোঃ নাহিদুল ইসলাম। বিজ্ঞপ্তি