কোম্পানীগঞ্জ সীমান্তে গরু-মহিষ আটক
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২২, ৭:০৫:৪৩ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে ৩টি মহিষ ও ১টি গরু আটক করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে বিজিবি অভিযান চালিয়ে ভারত থেকে পাচারের সময় এই গরু মহিষগুলো আটক করে।
বিজিবি ও স্থানীয় সুত্রে জানা যায়, উৎমা বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ১২৫৯ পিলারের প্রায় ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে মঙ্গলবার রাত প্রায় ২টায় লামাগ্রাম নামক স্থানে অভিযান চালিয়ে ৩টি মহিষ ও ১টি গরু আটক করা হয়। এ সময় চোরাকারবারিরা বিজিবির অবস্থান টের পেয়ে পালিয়ে যায়।
সিলেট ৪৮ বিজিবির সহকারি পরিচালক মো. ফারুক আহমদ বলেন, বিজিবির নিয়মিত অভিযানের অংশ হিসাবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৩টি মহিষ ও ১ টি গরু আটক করে উৎমা বিজিবি ক্যাম্প। তিনি আরোও বলেন, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে গরু আনবেন এটা কখনো কাম্য নয়। চোরাকারবারি যতই শক্তিশালি হউক আমাদের অভিযান অব্যাহত থাকবে।