জুড়ী ফায়ার স্টেশন উদ্বোধনে দীর্ঘসূত্রিতা
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২২, ৭:০৫:৩৭ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের নির্মাণ কাজ বেশ কয়েক মাস আগে সম্পন্ন হলেও উপজেলাবাসীর বহু কাঙ্খিত প্রতিষ্ঠানটির উদ্বোধন নিয়ে দেখা দিয়েছে দীর্ঘসূত্রিতা। ফলে অগ্নি দুর্ঘটনা ঘটার পর পার্শ্ববর্তী কুলাউড়া ও বড়লেখা উপজেলার ফায়ার স্টেশনের দমকল বাহিনীই এই উপজেলার লাখ লাখ মানুষের একমাত্র ভরসা। দূরবর্তী ওই স্টেশনগুলো থেকে দমকল বাহিনী ও অগ্নিনির্বাপক গাড়ি আসতে বিলম্ব হয়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায় বহুগুণ।
জুড়ী উপজেলার ছয় ইউনিয়নের জনসাধারনের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে জায়ফরনগর ইউনিয়নের ভবানীপুর এলাকায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের উদ্যোগ নেয় বর্তমান সরকার। কিন্তু অনেক আগেই ভবনের নির্মাণ কাজ শেষ হলেও এর উদ্বোধন ও আনুষ্ঠানিক কার্যক্রম শুরু না হওয়ায় উপজেলার কোথাও আগুন লাগলে পার্শ্ববর্তী উপজেলা থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে আসতে আসতেই সব কিছু পুড়ে ছাই হয়ে যাচ্ছে।
জানা গেছে, ২০০৫ সালে বড়লেখা ও কুলাউড়া উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে জুড়ী উপজেলা ঘোষণা করা হয়। প্রশাসনিক কার্যক্রম শুরুর লগ্নেই এই উপজেলায় একটি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণের দাবী উঠে। এলাকাবাসীর দাবীতে বর্তমান সরকার উপজেলার ভবানীপুর এলাকায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। ফলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে। কয়েক মাস আগে নির্মাণ কাজ শেষ করে ভবনটিকে সুসজ্জিত করে রাখা হয়েছে। কিন্তু নির্মাণ সম্পন্নের দীর্ঘদিন পরও এর উদ্বোধন না হওয়ায় উপজেলাবাসীর মধ্যে হতাশা বিরাজ করছে।
জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস জানান, জুড়ীতে প্রায়ই অগ্নিকান্ডের ঘটনা ঘটছে। ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় পাশের উপজেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মী আসতে আসতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে যায়। এখন আমাদের উপজেলায় ফায়ার সার্ভিসের স্টেশন নির্মিত হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যাবে। এটি দ্রুত উদ্বোধনের ব্যাপারে পরিবেশমন্ত্রীর সাথে কথা বলবেন।
ইউএনও সোনিয়া সুলতানা বলেন, এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি একটি ফায়ার সার্ভিস স্টেশন যা বাস্তবে রূপ দিয়েছে সরকার। শিগগিরই আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ফায়ার সার্ভিস স্টেশনটির উদ্বোধনের বিষয়টি সরকারের সংশ্লিষ্ট বিভাগকে জানানো হবে।
মৌলভীবাজার জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিয়াজ উদ্দিন জানান, জুড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটি গণপূর্ত বিভাগ মৌলভীবাজার বাস্তবায়ন করেছে। ভবনটি এখনো আমরা বুঝে পাইনি। এ স্টেশনটির উদ্বোধনের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি।