বন্দর বাজার ফাঁড়ি পরিদর্শন করলেন এসএমপি কমিশনার
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২২, ৭:০২:৫৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরের বন্দর বাজার পুলিশ ফাঁড়ি বার্ষিক পরিদর্শন করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. নিশারুল আরিফ। বুধবার বেলা সাড়ে ১১টায় তিনি ফাঁড়ি পরিদর্শন করেন।
এ সময় পুলিশ কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সালামি প্রদান করেন ফাঁড়ি পুলিশের সদস্যরা। পরে পুলিশ কমিশনার ফাঁড়িতে রক্ষিত বিভিন্ন সরকারি মালামাল ও ভৌত অবকাঠামো পরিদর্শন করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন, এসএমপির উপ-কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ পিপিএম, অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর-প্রশাসন) গৌতম দেব, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি মডেল থানা) মো. শামছুদ্দিন সালেহ আহমদ চৌধুরী পিপিএম বার, ওসি মোহাম্মদ আলী মাহমুদ ও ফাঁড়ির আইসি।