ধোপাদীঘি পরিদর্শনে ভারতীয় রাষ্ট্রদূত
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২২, ৭:০৭:৩২ অপরাহ্ন
সিলেটের ঐতিহ্যবাহী ধোপাদীঘি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন সিসিক মেয়র ও ঢাকাস্থ ভারতের রাষ্ট্রদূত প্রনয় কুমার ভার্মা।
বুধবার বিকেলে সিলেট সফরের অংশ হিসেবে নগরের ধোপাদীঘি উন্নয়ন প্রকল্প পরিদর্শনে আসেন ঢাকাস্থ ভারতের রাষ্ট্রদূত প্রনয় কুমার ভার্মা। এসময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী প্রকল্প এলাকা ঘুরে দেখান।
ভারত সরকারের অর্থায়নে ধোপাদীঘি উন্নয়ন প্রকল্প ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রদূত প্রনয় কুমার ভার্মা।
এসময় উপস্থিত ছিলেন, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান ও ভারতীয় হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি