বুদ্ধিজীবী দিবসে মহানগর জামায়াতের আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২২, ৭:০৮:০৬ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, শহীদ বুদ্ধিজীবীগণ দেশ মাতৃকার গর্বিত সন্তান ও জাতির শ্রেষ্ঠ সম্পদ। মহান বিজয়ের মাত্র ২ দিন আগে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র করা হয়েছিল। বিজয়ের এতটা বছর পেরিয়ে গেলেও বুদ্ধিজীবী হত্যাকান্ড ও অপহরণের ঘটনার সাথে কারা জড়িত জাতি তা আজো জানতে পারেনি। এর সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরতে হবে।
তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নের বাংলাদেশ আজ গভীর সংকটে। দেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের ভোটাধিকার নেই। সর্বত্র দুর্নীতি আর লুটপাটের মহোৎসব চলছে। বিরোধী মতের উপর হামলা মামলা নির্যাতনের স্টীম রোলার চালানো হচ্ছে। এই সংকট থেকে মুক্তি পেতে শহীদ বুদ্ধিজীবীদের চিন্তা চেতনাকে জাগ্রত করে জাতিকে ঐক্যবদ্ধ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি বুধবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সিলেট মহানগর জামায়াত আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর সেক্রেটারী মুহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও জাহেদুর রহমান চৌধুরী, জামায়াত নেতা হাফিজ মশাহিদ আহমদ, রফিকুল ইসলাম, মুহিব আলী, নজরুল ইসলাম শুয়েব ও এডভোকেট জুনেদ আহমদ প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, একটি কুচক্রী মহল বিজয়ের প্রাক্কালে দেশমাতৃকার গর্বিত সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে পিছিয়ে রাখার ষড়যন্ত্র করেছিল। সকল ভেদাভেদ ভুলে জাতিকে ঐক্যবদ্ধ করতে হলে তরুণ প্রজন্মকে শহীদ বুদ্ধিজীবীদের জীবন ও কর্ম সম্পর্কে অবহিত করতে হবে। তাহলে জাতি উপকৃত হবে। বিজ্ঞপ্তি