গোয়াইনঘাটে বুদ্ধিজীবী দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২২, ৭:১১:০১ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাটে স্বাধীনতার ৫১ বছরে গণকবরে শায়িত শহীদরা পেলেন প্রথম শ্রদ্ধাঞ্জলী। দিবসের বিভিন্ন কর্মসূচির অংশ হিসাবে উপজেলা প্রশাসন বুধবার বিকেলে নির্মানাধীন পূর্নানগর গণকবরের শহীদদের প্রতি পুষ্পিত বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, ইউএনও তাহমিলুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল হক, পরিষদের ভাইস চেয়ারময়ান আফিয়া বেগম, গোলাম আম্বিয়া কয়েস, অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলামসহ উপজেলার পদস্থ কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন ইউপির চেয়ারম্যানবৃন্দ, আ’লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গন্যমান ব্যক্তিবর্গ।