মেট্রোপলিটন ভার্সিটিতে বুদ্ধিজীবী দিবস পালন
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২২, ৭:১৩:৪৭ অপরাহ্ন
যথাযথ মর্যাদার মধ্য দিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। বুধবার দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন, শ্রদ্ধাঞ্জলি অর্পণ, কালো ব্যাজ ধারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা জানায়, বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুধবার সকাল ৯টায় বটেশ্বরস্থ স্থায়ী ক্যাম্পাসে উপাচার্য ও উপ-উপাচার্য জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করেন। সকাল ১০টায় নগরীর চৌহাট্টাস্থ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন।
সভায় বক্তব্য রাখেন ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তাহের বিল্লাল খলিফা, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল হক চৌধুরী, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন সহযোগী অধ্যাপক শেখ আশরাফুর রহমান, রেজিস্ট্রার তারেক ইসলাম, অর্থনীতি বিভাগের প্রধান ও প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দিন, আইকিউএসির অতিরিক্ত পরিচালক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রমা ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার মিহিরকান্তি চৌধুরী প্রমুখ। এ ছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, পরীক্ষা নিয়ন্ত্রক খন্দকার মকসুদ আহমেদ, পরিচালক (অর্থ) ইনামুল হক, ডেপুটি লাইব্রেরিয়ান মাশরূফ আহমেদ চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এতে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি