বড়লেখায় বুদ্ধিজীবী দিবস পালন
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২২, ৮:১৬:০৩ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল লতিফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা জাকির হোসেন প্রমুখ।