বুদ্ধিজীবী দিবসে এসএমইউজে’র আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২২, ৮:২১:৪৫ অপরাহ্ন
সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন-এসএমইউজের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে নগরীর দরগা মহল্লাস্থ অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালেদ আহমদের পরিচালনায় আলোচনা সভায় অংশ নেন সংগঠনের সহসভাপতি আব্দুল কাদের তাপাদার, সদস্য আব্দুর রাজ্জাক, সিরাজুল ইসলাম, শাহজাহান সেলিম বুলবুল, কবির আহমদ, এস এ শফি, শাব্বির আহমদ ও আবিদুর রহমান।
লোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, আফতাব উদ্দিন, নুরুল ইসলাম, এনামুল ইসলাম, শাহনেওয়াজ তালুকদার, করিম মিয়া, মোহাম্মদ ঈশা তালুকদার, হাফিজুল হক প্রমূখ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন। বিজ্ঞপ্তি